বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করছে : ভারতের হাইকমিশনার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করছে বলে মন্তব্য ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর।
দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক বরাবরই ভালো থাকবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় দুই দেশের সম্পর্ক অনেক ভালো অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেন তিনি। এর আগে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সাথে তার বাসভবনে সাক্ষাৎ করেন ।