বন্যায় ভারতীয় সেনাবাহিনীর ২৩ সেনা সদস্য নিখোঁজ
- আপডেট সময় : ১২:২৫:৪১ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
- / ১৬০১ বার পড়া হয়েছে
ভারতের সিকিমে প্রবল বৃষ্টিতে আকস্মিক বন্যায় ভারতীয় সেনাবাহিনীর ২৩ সেনা সদস্য নিখোঁজ হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু সামরিক স্থাপনা।
আজ এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, প্রবল বৃষ্টিতে উত্তর সিকিমের লোনাক লেক উপচে অতিরিক্ত পানি তিস্তায় চলে আসায় আকস্মিক বন্যায় সেনা সদস্যদের নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।
ভারতীয় সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ‘চুংথাং বাঁধ থেকে পানি ছাড়ার ফলে হঠাৎ পানির স্তর ১৫-২০ ফুট বেড়ে যায়। ফলে সিংটামের কাছে বারদাংয়ে দাঁড়িয়ে থাকা সেনাবাহিনীর বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ২৩ জন সেনা সদস্য নিখোঁজ এবং কিছু যানবাহন ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। চলছে তল্লাশি অভিযান। স্থানীয় বাসিন্দাদের শেয়ার করা ভিডিওতে বন্যার পানিতে সেখানকার রাস্তা তলিয়ে যেতে দেখা যায়। ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিকিমের চুংথাং হ্রদ উপচে তিস্তা নদী ফুলে-ফেঁপে উঠেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, গজলডোবা, দোমোহনী, মেখলিগঞ্জ এবং ঘিশের মতো নিচু এলাকাগুলো বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হতে পারে। সিকিম প্রশাসন রাজ্যের বাসিন্দাদের জন্য উচ্চ সতর্কতা জারি করেছে।