বন্যার অজুহাতে ঢাকার বাজারগুলোতে দাম বেড়েছে সব ধরনের সবজির
- আপডেট সময় : ০১:৩৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
বন্যার অজুহাতে রাজধানী ঢাকার বাজারগুলোতে দাম বেড়েছে সব ধরনের সবজির। প্রকারভেদে কেজিপ্রতি সবজি ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি হচ্ছে। সবচে’ বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। সপ্তার ব্যবধানে কেজিতে ৮০ টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি হচ্ছে পণ্যটি। অন্যদিকে মাছের বাজারও চড়া। তবে আগের দামেই বিক্রি হচ্ছে চাল-ডালসহ অন্যান্য নিত্যপণ্য। ক্রেতারা বলছেন, করোনা পরিস্থিতিতে আয়-রোজগার কমলেও বাজারে সবজিসহ কৃষিপণ্যের বাড়তি দামে সবাইকে আরো হিমশিম খেতে হচ্ছে। এ অবস্থায় হিসাব মেলাতে তারা চাহিদা ও ভোগ কমিয়ে টিকে থাকার চেষ্টা চালাচ্ছেন।
করোনাকালে বন্যার অজুহাতে রাজধানীর অধিকাংশ বাজারে সবজির দাম বেড়েছে অস্বাভাবিক। বাজারে সবজির কোনো ঘাটতি না থাকলেও বিভিন্ন ধরনের সবজি কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে।
সবচে’ বেশি বেড়েছে কাচামরিচের দাম। ৬০ টাকা কেজির কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়। বিক্রেতারা বলছেন, শীতকালের তুলনায় গ্রীষ্মকালীন সবজির দাম একটু বেশিই থাকে। তবে বৃষ্টি-বন্যার সময় এটা আরো বাড়ে। এদিকে, কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়েছে আলুর দাম। তবে স্থিতিশীল রয়েছে পেঁয়াজ-রসুনের দাম। আর আগের দামেই বিক্রি হচ্ছে আদা, ডাল, তেল ও আটা। দু’ সপ্তাহ আগে চালের দাম বাড়ার পর এখন কিছুটা স্থিতিশীল। এদিকে চড়া দামেই বিক্রি হচ্ছে মুরগি। মাছ-মুরগির হাত ধরে ডিমের দামও বাড়তি। গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত থাকলেও তা এখনো যথেষ্ট বাড়তি। সব ধরনের মাছের দামও বেড়েছে। তবে উচ্চ দামে অপরিবর্তিত আছে ইলিশের বাজার।