বন্যার এই চরম দুর্যোগ পরিস্থিতির সময় পদ্মা সেতুর উৎসবে মেতে উঠেছে সরকার : ফখরুল
- আপডেট সময় : ০৩:২৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন স্থানে বন্যার এই চরম দুর্যোগ পরিস্থিতির সময় পদ্মা সেতুর উৎসবে মেতে উঠেছে সরকার। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে দুর্ঘটনার আশঙ্কা জাতির সামনে পরিষ্কার করার দাবী জানিয়েছেন তিনি। নিজেরাই দুর্ঘটনা ঘটিয়ে বিএনপির নামে দোষ চাপানোর পাঁয়তারা চলছে বলেও জানান মির্জা ফখরুল।
রাজধানীর ভাটারায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত ১৭, ৩৯ ও ৪০ ওয়ার্ড সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে ক্ষমতাসীনরা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সরকারের লোক দুর্নীতির মাধ্যমে সুইসব্যাংকে টাকা রাখছে, বেগম পাড়ায় বাড়ি বানাচ্ছে। আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, বর্তমান কমিশন ও সরকার মানে না বিএনপি। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে নেতাকর্মীদের রাজপথে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। গণঐক্য গড়ে সকল রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে বর্তমান সরকারের পতন ঘটানোর হুঁশিয়ারী দিয়ে মির্জা ফখরুল আরো বলেন, বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে সরকার।