বন্যায় ফরিদপুরে ফসলের ব্যাপক ক্ষতি
- আপডেট সময় : ০৪:১২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
বন্যায় ফরিদপুরে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। হঠাৎ পানি ঢুকে পড়ায় ধান, পাট, তিল ও ভুট্টাসহ নষ্ট হয়েছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি। সারা বছরের আয়ের একমাত্র ফসল নষ্ট হওয়ায়, মানবেতর জীবন-যাপন করছে জেলার প্রায় ৬৫হাজার কৃষক পরিবার।
ফরিদপুরে বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় ৯টি উপজেলায় প্রায় ১৫হাজার হেক্টর ফসলি জমি নষ্ট হয়েছে। এর মধ্যে সবচে বেশি ক্ষতি হয়েছে রোপা আমন, বোনা আমন এবং আউস ধানের। তলিয়ে গেছে প্রায় ১৩হাজার হেক্টর ধানি জমি। নষ্ট হয়েছে প্রায় পাঁচশ হেক্টর সবজি ক্ষেত ও দেড়শ হেক্টর বীজতলা।
ক্ষতি পুষিয়ে নিতে পানি নামার পর পরই জমির পরিচর্যা ও বীজ রোপনের কাজে হাতে দিয়েছে কৃষক। তবে, ফসল নষ্ট হওয়ায় ঋণের কিস্তি নিয়ে দু:শ্চিন্তায় ভুগছে তারা। ক্ষতিগ্রস্থদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন, এই কর্মকর্তা। বন্যায় ক্ষতিগ্রস্থ চাষীদের জন্য কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছে, ভুক্তভোগীরা।