বন্যা ও ভূমিধসে এশিয়ার বেশ কয়েকটি দেশে নিহতের সংখ্যা অন্তত ২শ’ ছাড়িয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
বন্যা ও ভূমিধসে এশিয়ার বেশ কয়েকটি দেশে নিহতের সংখ্যা অন্তত ২শ’ ছাড়িয়েছে । পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় সরিয়ে নেয়া হচ্ছে লাখ লাখ বাসিন্দাকে । নিখোঁজ ও ক্ষতিগ্রস্তদের উদ্ধারে অভিযান চালাচ্ছে সংশ্লিষ্ট দেশের সরকার।
ভারতের মহারাষ্ট্রে বন্যা ও ভূমিধসে অন্তত ১শ’ ৩৮ জন মারা গেছে । এখন পর্যন্ত নিখোঁজ অন্তত ৯৯ জন । এর মধ্যে ভূমিধসে চাপা পড়া ৪০ জনকে জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঝুঁকিপূর্ন এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে অন্তত ১ লাখ মানুষকে। এদিকে, চীনের হেনান প্রদেশে ভারি বৃষ্টিপাতের কারণে বন্যায় ৫৮ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে অনেকে। ক্ষতিগ্রস্ত অন্তত ৯১ লাখ বাসিন্দা। ফিলিপাইনেও ঝড়বৃষ্টির কারণে দেখা দিয়েছে বন্যা। রাজধানী ম্যানিলার নিম্নাঞ্চল থেকে ১৫ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।