বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৮:০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টদের প্রস্তুত থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্যায় দেশের মানুষের যেন কোনো ক্ষতি না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সকালে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এ বৈঠকে যোগ দেন আর প্রধানমন্ত্রী কার্যালয়ে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য, সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বৈঠকে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টদের প্রস্তুত থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের চূড়ান্ত সিদ্ধান্ত বিষয়ে দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করবেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকে বৈশ্বিক করোনা মহামারি ও বন্যা মোকাবিলায় সরকারের নেয়া পদক্ষেপ মুল্যায়ন ও তদারকি করে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
বৈঠকে কোম্পানী আইন-২০২০ এর দ্বিতীয় সংশোধনীর খসড়া ও বাংলাদেশ ট্রাভেল এজেন্সির নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন আইন ২০২০ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।