বন্যা প্রধানমন্ত্রীর নেতৃত্বে সফলভাবে মোকাবিলার করা হবে :মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১০:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
মহাদুর্যোগ আম্পান পর এবার বন্যাও প্রধানমন্ত্রীর নেতৃত্বে সফলভাবে মোকাবিলার করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৩টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার সার্বিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ, আশ্রয়কেন্দ্র পরিদর্শন এবং লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১০ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণসামগ্রী বিতরণের সময় তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলার নিবার্হী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান সেলিম আজাদ, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোরাদ কবীর, পৌর মেয়র মজিবুর রহমানসহ পৌর ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।