বরখাস্ত ডিআইজি মিজানুর ও দুদক পরিচালক এনামুল বাছিরের সর্বোচ্চ শাস্তি দাবি
- আপডেট সময় : ০৮:০০:০৭ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
৪০ লাখ টাকা ঘুষ কেলেঙ্কারির ঘটনায় সাময়িক বরখাস্ত পুলিশের ডিআইজি মো. মিজানুর রহমান ও দুর্নীতি দমন কমিশনের পরিচালক খন্দকার এনামুল বাছিরের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলমের আদালতে প্রথম দিনের যুক্তিতর্ক শুনানিতে এই দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।
এরপর আসামি পক্ষের আইনজীবীরা যুক্তি উপস্থাপন করতে সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ৩ ফেব্রুয়ারি আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য ধার্য করেন। দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল বলেন, আসামিদের বিরুদ্ধে সব সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণ করা হয়েছে। এছাড়া আসামিরা নিজেদের দোষ স্বীকার করেছেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২০ সালের ১৬ জুলাই দুদক পরিচালক শেখ মোহাম্মদ ফানাফিল্যা ঘুষ কেলেঙ্কারির ঘটনায় ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে মিজান ও বাছিরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। একটি বেসরকারি টিভি চ্যানেল তাদের প্রতিবেদনে জানিয়েছিল যে, মিজান দুর্নীতির মামলা থেকে খালাস পেতে বাছিরকে ৪০ লাখ টাকা ঘুষ দিয়েছিলেন।