বরগুনায় ডক ইয়ার্ডে মেরামত করতে আসা মাছ ধরার পাঁচটি ট্রলার আগুনে পুড়ে ছাই
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
বরগুনার পাথরঘাটায় ডক ইয়ার্ডে মেরামত করতে আসা সমুদ্রগামী মাছ ধরার পাঁচটি ট্রলার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
গতকাল রাত এগারোটার দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মাওলানা আব্দুল কাদের ডকইয়ার্ডে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস, যুব রেড ক্রিসেন্ট ও স্থানীয়দের সহায়তায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায়, ট্রলারগুলোতে দাহ্য পদার্থ ও প্রচন্ড বাতাস থাকায় আগুন চারপাশে দ্রুত ছড়িয়ে পড়ে। পরে, দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।