বরগুনায় নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে এক বৃদ্ধ নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪০:২৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
বরগুনা উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খাজুরতলা গ্রামে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
নিহতের পরিবার জানায়, রাতের খাবার খেয়ে নিহত বাদল খান ও স্ত্রী লাভলী ইয়াসমিন ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে তার ঘরে প্রবেশ করে বাদল খানের মাথায় কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে তিনটি কোপ দেয়। বাদল খানের স্ত্রী স্বামীর গোঙানি শুনে ও শরীরে রক্ত দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাদল খানকে মৃত্যু ঘোষণা করেন।