বরিশালের মতো সারাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে আওয়ামী লীগ : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:২৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
- / ১৫৭০ বার পড়া হয়েছে
শুধু বরিশালে নয়, সারা দেশেই ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার-এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণ থেকে বিচ্ছিন্ন সরকার ভীত হয়ে বিএনপি’র কর্মসূচিতেও বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আজকের অনুষ্ঠানে আসার পথে নেতাকর্মীদেরকে আটক করার দাবি করলেও তা সঠিক নয় বলে জানায় পুলিশ।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীরা।
পরে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব। জানান, করোনার টিকার দ্বিতীয় ডোজ নেয়ার পর দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
এসময় বরিশালের ঘটনার সমালোচনা করে তিনি বলেন, সারাদেশেই ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার।
আজকের অনুষ্ঠানে আসার পথেও অনেক নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেন।
তবে বিএনপির এমন অভিযোগ সঠিক নয় বলে জানায় পুলিশ।