বরিশালের হাইটেক পার্ক হচ্ছে তরুণ প্রজন্মের জন্য
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
- / ১৬১৯ বার পড়া হয়েছে
বরিশালের হাইটেক পার্ক হচ্ছে তরুণ প্রজন্মের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। বরিশালকে সিলিকন নগরী হিসেবে গড়ে তুলতে এই পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সকালে বরিশালে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সাড়ে ৬ একর জমিতে প্রায় ২’শ কোটি টাকা ব্যয়ে হাইটেক পার্ক নির্মাণ করা হচ্ছে। এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, তরুণদের কর্মসংস্থান ও বিনোদনের জন্য বরিশালে হাইটেক পার্ক নির্মিত হচ্ছে। ২০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে সর্বাধুনিক সিনেপ্লেক্স। হাইটেক পার্কে প্রতি বছর এক হাজার তরুণ-তরুণীকে সরাসরি প্রশিক্ষণ দেয়া হবে। প্রত্যক্ষভাবে প্রতিবছর ৩ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃস্টি হবে বলে জানান জুনাইদ আহমেদ পলক।