বরিশালে ইউএনওর বাসভবনে হামলার ঘটনায় দুই মামলা
- আপডেট সময় : ০৭:১৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
ইউএনও’র বাসায় হামলা, ভাঙচুরের ঘটনায় বরিশাল নগরীতে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। সংঘর্ষের ঘটনায় দুই পুলিশ সদস্য বাদী হয়ে দুটি মামলা দায়ের করেছেন। মামলায় ৩০ থেকে ৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকশ জনকে আসামি করা হয়েছে । এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ১৩ জনকে । পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০জন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ১০ প্লাটুন বিজিবি চেয়েছেন জেলা প্রশাসক।
১৮ আগস্ট রাতে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় শোক দিবসের বিলবোর্ড অপসারন করতে যায় বরিশাল সিটি কর্পোরেশনের কর্মীরা। ইউএনও তাদের সকালে আসতে বললে, দ্বিতীয় দফায় বিসিসি কর্মীরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬০/৭০ জন নেতা-কর্মী নিয়ে সেখানে যান। তারা ইউএনওকে অবরুদ্ধ করলে আনসাররা গুলি চালায়। পরে পুলিশও যোগ দেয়। এ সময় আইনশৃংখলা বাহিনী ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়। গুলি ও লাঠিচার্জ করে পুলিশ। এতে প্যানেল মেয়র ও পুলিশসহ সাত জন গুলিবিদ্ধ এবং ৩০ জন আহত হয়।
ইউএনও জানান, রাতে ব্যানার অপসারনে বাঁধা দেয়ায় কিছু লোক চড়াও হয়। তাদের হামলার হাত থেকে বাঁচতে গুলি করে আনসার সদস্যরা।
ঘটনা খতিয়ে দেখে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান, জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার।
কর্মীদের উপর হামলাকে উদ্দেশ্যেমূলক বলে দাবি করেন আওয়ামী লীগ নেতারা। ইউএনও’র বাসায় হামলার অভিযোগকে ভিত্তিহীন দাবি করে সাংগঠনিক ও আইনি পদক্ষেপ নেয়ার কথা জানান তারা।
প্রধানমন্ত্রীর কাছে এ ঘটনার বিচার চেয়েছেন সিটি মেয়র।
এখন পর্যন্ত এ ঘটনায় দুটি মামলা করেছে পুলিশ। মামলায় ১৩ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। নামধারী ৪০ ও অজ্ঞাতনামা আসামী করা হয়েছে কয়েক’শ।