বরিশালে কলেজ ছাত্র হত্যা মামলায় দুই জনের ফাঁসি ও ৪ জনের যাবজ্জীবন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
বরিশালে কলেজ ছাত্র সোহাগ সেরনিয়াবাত হত্যা মামলায় দুই জনের ফাঁসি ও ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন অপরাধ দমন বিশেষ ট্রাইব্যুনাল ও বিশেষ জেলা জজ আদালতের বিচারক টি এম মুসা। অপরাধ প্রমাণিত না হওয়ায় ১০ জনকে খালাস দিয়েছে আদালত। রায়ে জিয়াউল হক লালন ও রিয়াদ সরদারের ফাঁসি এবং মামুন, ইমরানসহ চার জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। উজিরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলেজ ছাত্র সোহাগ সেরনিয়াবাতকে ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর রাতে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এর আগে, আসামিরা সোহাগের ব্যবসা প্রতিষ্ঠানও ভাঙচুর করে। সে সময় নিহতের মামা খোরশেদ আলম বাদি হয়ে ১৬ জনকে আসামি করে উজিরপুর থানায় মামলা করেন।