বরিশালে ডেঙ্গু আক্রান্তের প্রাদুর্ভাব চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে
- আপডেট সময় : ০১:১৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
বরিশালে ডেঙ্গু আক্রান্তের প্রাদুর্ভাব চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর জন্য নির্দিষ্ট কোন ভবন নেই। ফলে মেডিসিন ভবনের অন্যান্য রোগীদের পাশাপাশি চিকিৎসা নিতে হচ্ছে ডেঙ্গু রোগীদের।
বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কিছুদিন পূর্বে করোনা ভবন নামে পরিচিত পুরো ভবনটিকে মেডিসিন ওয়ার্ডে রূপান্তরিত করে হাসপাতাল কর্তৃপক্ষ। মেডিসিন রোগীদের দীর্ঘদিনের পুরানো ভবন থেকে এই ভবনে স্থানান্তর করে পুরোদমে চিকিৎসা সেবা শুরু হয়। ডেঙ্গু রোগ বৃদ্ধি পাওয়ায় মেডিসিন ভবনের সুরক্ষা ছাড়াই ডেঙ্গু রোগীদেরকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছিল মেডিকেল কর্তৃপক্ষ।
ডেঙ্গু রোগীরা বরিশাল’সহ আশপাশের জেলা থেকে এ হাসপাতালে চিকিৎসা নিতে আসছে।
সট: ডা: এইচ.এম. সাইফুল ইসলাম, পরিচালক শের -ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল।
ডেঙ্গু রোগ নিয়ে আতংস্ক না হয়ে সচেতন থাকাও পরামর্শও দিয়েছেন চিকিৎসকরা।