বরিশালে বালুবাহী ট্রাকের ধাক্কায় দুই শ্রমিক নিহত
- আপডেট সময় : ০৬:১৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৮৪ বার পড়া হয়েছে
বরিশালের পশ্চিম কাউনিয়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় দুই শ্রমিক নিহত হয়েছেন। আর গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে এক নারীসহ দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও চারজন।
বরিশালের পশ্চিম কাউনিয়ার হাজেরা খাতুন স্কুল সংলগ্ন এলাকায় গতরাতের দুর্ঘটনায় নিহতরা হলেন, ভোলার ইউনুস ও নগরীর বিসিক এলাকার হাবিব। দুজনই বালু ভরাটের কাজ করতেন। কাউনিয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপালে পাঠানো হয়েছে। ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে এক নারীসহ দুই যাত্রী নিহত এবং আরও চারজন আহক হয়েছেন। দুর্ঘটনার পর ঘাতক বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার দাশেরহাটে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. আবু নোমান জানান, চালক ইজিবাইকে করে ৫ যাত্রীকে নিয়ে কাশিয়ানী থেকে মুকসুদপুর যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে আসা খুলনাগামী দোলা পরিবহনের একটি বাস অপর একটি বাসকে ওভারটেক করতে গেলে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে রানু বেগম নিহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হায়াত আলী শেখকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।