বরিশালে মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদারকে কুপিয়ে হত্যার অভিযোগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
বরিশালের উজিরপুর উপজেলার আটিপাড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদারকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন।
নিহতের ভাই শফিকুল ইসলাম জানান, পার্শ্ববর্তী সিপাই পরিবারের সঙ্গে দেলোয়ার হোসেন তালুকদারের দীর্ঘদিন জমিজমা নিয়ে বিরোধ চলছিল। জমিতে ধান লাগানো নিয়ে নতুন দ্বন্দ্বে সিপাই পরিবারের আজগর সিপাই, জলিল সিপাইসহ ৮ থেকে ১০ জন দেলোয়ার হোসেন তালুকদার ও তার পরিবারের ওপর দেশীয় অস্ত্র নিয়ে বুধবার হামলা চালায়। এ সময় দেলোয়ারসহ ৫ জনকে এলাপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করে।