বরিশাল ইউএনও’র বাসায় হামলার ঘটনায় আ’লীগের ২১ জন নেতাকর্মী গ্রেফতার
- আপডেট সময় : ০৫:১৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
- / ১৬১২ বার পড়া হয়েছে
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলা ও পরে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় হওয়া দুই মামলায় মোট ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় হামলা ও পুলিশ-আওয়ামী লীগের সংঘর্ষ মামলার আসামি শেখ সাইয়েদ আহম্মেদ মান্নাকে গ্রেপ্তার করেছে রেব। রেবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন। মান্না বরিশাল সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকায় বোনের বাসা থেকে প্রশাসনের লোক পরিচয়ে সাদা পোশাকধারীরা তাকে নিয়ে যায় বলে দাবি করে তার পরিবারের সদস্যরা। পুলিশ জানায়, ঘটনার পরের দিন পর্যন্ত ১৩ জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়। পরে, আরও আটজনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি মমিন উদ্দিন কালুকে শুক্রবার রাতে রুপাতলী এলাকা থেকে গ্রেফতার করা হয়। ২১ জনের মধ্যে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহামুদ বাবু এবং জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহমেদ শাহরিয়ার বাবুও রয়েছেন।