বরিশাল ও কুমিল্লায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত
- আপডেট সময় : ০১:২২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
বরিশাল ও কুমিল্লায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বরিশাল নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুতে ও কুমিল্লার মনোহরগঞ্জে এই দুর্ঘটনা ঘটে।
বরিশালে নিহত তিনজন হলেন বাকেরগঞ্জ পৌর শহরের সুমন হাওলাদারের পুত্র সিয়াম ও জয়দেব দাসের পুত্র চয়ন দাস একই গ্রামের রাব্বি। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে একটি বাস কে ওভারটেক করছিলো। তখন বিপরীত দিক থেকে আরেকটি বাস সামনে এসে পড়ে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে থাকা বাসে পিষ্ট হয় মোটরসাইকেলটি। আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
এদিকে কুমিল্লার মনোহরগঞ্জে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ৪ জন যাত্রী নিহত হয়েছে। বেলা পৌনে ১১টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নাথেরপেটুয়া পুরাতন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।