বরিশাল জেলার ২টি আসন এবং বরগুনার ১টি আসন থেকে সরে দাড়িয়েছেন জাতীয় পার্টি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২০:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
- / ১৯৭৫ বার পড়া হয়েছে
বরিশাল জেলার ২টি আসন এবং বরগুনার একটি আসন থেকে জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী আগামী ৭ জানুয়ারীর নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন।
দুপুরে বরিশাল নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন তারা। বরিশাল-২ ও বরিশাল-৫ আসনের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা প্রকৌশলী ইকবাল হোসেন তাপস এবং বরগুনা-১ আসনের প্রার্থী খলিলুর রহমান। সংবাদ সম্মেলনে ইকবাল হোসেন তাপস বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন উপহার দিতে বদ্ধ পরিকর। কিন্তু সরকার কিছু রাজনৈতিক দলকে ঘুষ দিয়ে নির্বাচনী বৈতরনী পাড় হতে চাচ্ছে। আগামী ৭ জানুয়ারী প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আর সেই নির্বাচনে সাধারন মানুষের কোন সংশ্লিষ্টতা নেই বলেও জানান তারা।