বরিশাল বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ
- আপডেট সময় : ০৫:১৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
- / ১৬২৪ বার পড়া হয়েছে
বর্তমান নির্বাচন কমিশন অবাধ সুষ্ঠু নির্বাচন করতে পারবে– একথা যে বিশ্বাস করে তাকেও পাগলাগারদে রেখে চিকিৎসা করানো দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা গয়েশ্বর রায়।
দুপুরে বরিশালের অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বিএনপি কার্যালয়ের সামনে দ্রব্যমূল্যের উর্ধগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। গয়েশ্বর রায় আরো বলেন, নির্বাচন নিয়ে কথা বলার সময় এখন নয়। আগে এই সরকারকে বিদায় নিতে হবে। তারপর এই কমিশনকে বিদায় করা হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণ যেমন চায়, নির্বাচন কমিশন তেমনটাই হবে বলেও উল্লেখ করেন তিনি। এদিকে, সমাবেশে মঞ্চের সামনে অবস্থান নেয়াকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়ায় ছাত্রদলের দু’পক্ষ। নেতাদের হস্তক্ষেপে কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি মনিরুজ্জামান খান ফারুক। বক্তব্য রাখেন দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবিরসহ অন্যান্যরা।