বরিশাল মেডিকেল কলেজে শিক্ষকদের হামলার শিকার গণমাধ্যম কর্মীরা
- আপডেট সময় : ০৯:১৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
- / ১৭৪৮ বার পড়া হয়েছে
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে র্যাগিংয়ের নামে হেনস্তা করা হয় ছাত্রীদের। সেই খবর সংগ্রহ করতে গিয়ে শিক্ষকদের হামলার শিকার হয়েছেন ৭ সাংবাদিক। এ ঘটনার বিচারের দাবিতে অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নেন সাংবাদিকরা। পরে ভুল স্বীকার করে ক্ষমা ও দুঃখপ্রকাশ করেন হামলাকারী শিক্ষকরা। কলেজ অধ্যক্ষ এ ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে ক্ষমা চান। তবে এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন বরিশালের সাংবাদিকসহ সুশীল সমাজের নেতারা।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের হলের এক ছাত্রীকে গভীর রাতে ডেকে নিয়ে গিয়ে অহেতুক গালাগাল, হুমকি এবং মুঠোফোন তল্লাশি করা হয়েছে। র্যাগিংয়ের শিকার হয়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। র্যাগিংয়ে নেতৃত্ব দেয় ডেন্টাল ৭ ব্যাচের শিক্ষার্থী ফাহমিদা রওশন প্রভ এবং ৫০ম ব্যাচের নীলিমা হোসেন জুঁই। দুজনেই ছাত্রলীগের নেত্রী বলে কথিত আছে।
বুধবার রাত ১১টার দিকে মেয়েকে একটি কক্ষে আটকে একাধিকবার নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ জানান ছাত্রীর মা।
শনিবার দুপুরে বিষয়টি নিয়ে মেডিকেল কলেজের অ্যাকাডেমিক কাউন্সিল নির্যাতনের শিকার ছাত্রীদের বক্তব্য নিতেল গেলে লাঞ্ছনার শিকার হন স্থানীয় সাংবাদিকরা। ক্ষুব্ধ শিক্ষক ডা. বাকি বিল্লাহ ও তার সহযোগীরা এর জন্য দায়ী বলেও অভিযোগ পাওয়া গেছে।
পরবর্তীতে সাংবাদিকরা আর কখনোই এমন লাঞ্ছনার শিকার হবেন না বলে নিশ্চিত করেছে মেডিকেল কর্তৃপক্ষ। সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের সাথে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু তদন্ত হবে।তবে বরিশালের উপ-পুলিশ কমিশনার বলছেন, রেগিং এর বিষয়টি সঠিক নয়।
প্রভা ও জুঁই নিজেদের ছাত্রলীগের নেত্রী দাবি করলেও বর্তমানে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সংগঠনটির কোনো কমিটি নেই বলে জানা গেছে।