বরিশাল সিটি নির্বাচনে ডিজিটাল প্রতারণা করা হয়েছে : ইকবাল হোসেন তাপস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
- / ১৭৫৪ বার পড়া হয়েছে
বরিশাল সিটি নির্বাচনে ডিজিটাল প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস। তিনি বলেন,ফলাফল আগেই সেট করে রেখেছে নির্বাচন কমিশন। জাতীয় পার্টিকে টার্গেট করেই ফলাফল করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় নির্বাচনের ফলাফল প্রত্যাখান করেন তাপস। রাজশাহী এবং সিলেটের প্রার্থীদের প্রত্যাহার করে নিতে জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রতি আহবান জানান তিনি। অভিযোগ করেন, ভোট কেন্দ্র আওয়ামী লীগ কর্মীরাই দখল করে নেয়। প্রিজাইডিং কর্মকর্তারা অসহায় ছিলেন।
নির্বাচন কমিশনকে মেরুদন্ডহীন উল্লেখ করে হাতপাখার প্রার্থীর উপর নগ্ন হামলার তিব্র নিন্দা জানান তিনি। এর সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়। এসরকারের অধিনে কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না বলেও মন্তব্য করেন ইকবাল হোসেন।