বর্জ্য ব্যবস্থাপনায় ৩৯৩ কোটি টাকার প্রকল্পের কাজ শুরু হলেও সুবিধা পাচ্ছে না খুলনাবাসী
- আপডেট সময় : ০৪:৩০:০৩ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
খুলনা সিটি করপোরেশন এলাকায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য ৩৯৩ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের কাজ শুরু হলেও সুবিধা পাচ্ছে না নগরবাসী। নগরীতে পর্যাপ্ত এসটিএস না থাকায় বর্জ্য রাখা হয় গুরুত্বপূর্ণ সড়কের ওপর।যার কারণে প্রতিনিয়ত দুর্গন্ধে দুর্ভোগে পড়েন নগরবাসী ।বাংলাদেশ পরিবেশ আন্দোলন বলছেন, সময় উপযোগী এবং উপযুক্ত পদক্ষেপ না থাকায় দুর্গন্ধময় নগরীতে পরিণত হয়েছে খুলনা সিটি কর্পোরেশন। তবে সিটি কর্পোরেশন বলছে, শতভাগে মধ্যে ৮০ ভাগ ময়লা আবর্জনা অপসারণ করে তারা।
১৫ লাখ মানুষের খূলনা নগরীতে প্রতিদিন বিভিন্ন ধরনের গৃহস্থালি বর্জ্য হয় গড়ে ৪৫০ টন। এর মধ্যে ৩১৫ টন বর্জ্য রাজবাঁধে ডাম্পিং করতে পারলেও নগরীতে থেকে যায় বাকি ১৩৫ টন বর্জ্য নগরীর ভেতরেই থেকে যায়।ফলে নগরীর সড়ক ও ড্রেন পরিণত হচ্ছে বর্জ্যের স্তূপে।
ভ্যানে করে বর্জ্য নিয়ে এসে প্রধান সড়কের ওপর ফেলা হচ্ছে তেরি হচ্ছে ময়লা-আবর্জনার স্তুপে।একাধিক সরকারি দপ্তর থাকলেও দীর্ঘদিনে সমস্যার সমাধান হয়নি।করোনাকালীন সময়ে এই পরিবেশ আরও বেহাল রূপ ধারণ করেছে।সার্বক্ষণিক ছড়াচ্ছে পঁচা দুর্গন্ধ।এতে পথচারীসহ এলাকাবাসীর জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা ) বলছেন, ময়লা আবর্জনা অপসারণ এর জন্য একটা বিধান থাকলেও তা মানছে না সিটি কর্পোরেশন,ময়লা আবর্জনা ব্যবস্থাপনার ব্যাপারে সময় উপযোগী বাস্তবসম্মত কোন পদক্ষেপ না থাকার কারণে দুর্গন্ধময় নগরী পরিণত হয়েছে।
সিটি কর্পোরেশন বলছেন,শতভাগ ময়লা আবর্জনা থেকে ৮০ ভাগ ময়লা আবর্জনা অপসারণ করে থাকে তারা।আর ২০ ভাগ ময়লা আবর্জনা ড্রেন খাল বা উন্মুক্ত স্থানে আবর্জনা পরে তা অপসারণ করা সম্ভব হয় না।
সংগৃহীত বিপুল পরিমাণ বর্জ্যকে শক্তিতে রূপান্তরের পরিকল্পনা নিয়ে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করেছে খুলনা সিটি কর্পোরেশন।