বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১২:৩৮:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশপ্রেম ও দায়িত্বশীলতার মাধ্যমে অর্পিত দায়িত্ব পালনে বিজিবির প্রতিটি সদস্যের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, বিজিবিকে একটি আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে সরকার। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এমআই-৭১ই দুটি হেলিকপ্টারের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সীমান্তে নজরদারি বাড়ানো ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিজিবির এ দুটি হেলিকপ্টার দেশের সীমান্তপথে মাদকের অনুপ্রবেশ বন্ধে টহলে ব্যবহৃত হবে। প্রধানমন্ত্রী আরো বলেন, বিজিবি সদরদপ্তরে ২০০৯ সালে যে অনাকাংক্ষিত হতাহতের ঘটনা ঘটেছিল এমন ঘটনার আর পুনরাবৃত্তি চায় না বাংলাদেশ। ৭৫ পরবর্তী কোন সরকারই সীমান্তরক্ষা ও সুনির্দিষ্ট সীমানা চিহ্নিত করা বিষয়ে কাজ করেনি উল্লেখ করে সরকার প্রধান বলেন, প্রতিবেশি রাষ্ট্রগুলোরসাথে সুসম্পর্ক রেখেই বাংলাদেশ তাদের সীমান্ত রক্ষা করতে চায়। একই সাথে মাদক, সন্ত্রাস, অস্ত্র চোরাচালান বন্ধে বিজিবিকে আরো শক্তিশালী করতে চায়।