বর্তমানে দেশের পরিস্থিতি ৭৫ এর পূর্বের মতো ভয়াবহ অবস্থায় চলে গেছে
- আপডেট সময় : ০২:০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
বর্তমানে দেশের পরিস্থিতি ৭৫ এর পূর্বের মতো ভয়াবহ অবস্থায় চলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখনকার মতো তখনো জনগণের অধিকার কেড়ে নিয়ে জোর করে ক্ষমতায় ছিলো আওয়ামী লীগ। ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। গণতন্ত্রের সংগ্রামকে জয়ী করতে সবাইকে একসাথে কাজ করার আহবান জানান বিএনপ মহাসচিব।
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এভাবেই ঢাকার শেরে বাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা। মুর্হমুহু শ্লোগানে উজ্বীবিত নেতাকর্মীরা।
দোয়া ও বিশেষ মুনাজাত শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৭ নভেম্বরের বিশেষ গুরুত্ব তুলে ধরেন তিনি। বর্তমানে দেশে পরিস্থিতি ৭৫ সালের আগের মতো ভয়াবহ বলে দাবি করে তিনি। বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তির শপথ নিয়েছে নেতাকর্মীরা। গণতন্ত্রের সংগ্রামকে জয়ী করতে সবাইকে ঐক্যদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব।