বর্তমান জাতীয় সংসদ রাবার স্ট্যাম্পে পরিণত হয়েছে : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৮:১৯:২৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
বর্তমান জাতীয় সংসদ রাবার স্ট্যাম্পে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংসদের বৈধতা দিতে নয়, গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে বিএনপি অধিবেশনে যোগ দিয়েছে। আর মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা থেকে বঞ্চিত করা এবং সংসদে প্রশ্নোত্তরে তথ্য বিকৃতির অভিযোগ করেছেন দলীয় সংসদ সদস্যরা। বিকেলে ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তারা।
সংসদ অধিবেশনে দলীয় সংসদ সদস্যদের সাথে বৈষম্যমূলক আচরণের বিস্তারিত তুলে ধরতে রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি।
এতে উপস্থিতি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ৬ জন সংসদ সদস্যরা।
জনগণের কল্যাণে কাজ করতে সংসদে কথা বলা ও প্রশ্নপত্র নিয়ে নানা বৈষম্যের কথা তুলে ধরে বিএনপির সংসদ সদস্যারা।
এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সংসদে যোগ দেয়ার ব্যাখ্যা দেন।
শক্তিশালী বিরোধী দল না থাকলে সংসদে সৌন্দর্য্য রক্ষা পায় না আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব।