বর্তমান সরকারের আমলে এত উন্নয়ন হয়েছে যে, আগের সব সরকারের আমল মিলিয়েও তা হয়নি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
বর্তমান সরকারের আমলে এতো উন্নয়ন হয়েছে যে, আগের সব সরকারের আমল মিলিয়েও তা হয়নি বলে মন্তব্য করেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
মৎস্য সপ্তাহ উপলক্ষে সকালে দিনাজপুরের কাহারোল উপজেলা চত্বরে বিভিন্ন পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর সৃজনশীল চিন্তাভাবনায় মৎস্যখাতে দেশ আজ বিশ্বের মধ্যে ২য় স্থানে রয়েছে বলেও জানান তিনি। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, অতিরিক্ত উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদসহ অন্যরা।