বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই ২১ আগস্টের খুনিদের রায় কার্যকর করা হবে : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৫৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই ২১ আগস্টের খুনিদের রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, হামলার মাস্টারমাইন্ডসহ বিদেশে পলাতক সকল অপরাধীদেরকেও দেশে ফিরিয়ে আনা হবে। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা এবং আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতেই সেদিন গ্রেনেড হামলা চালানো হয়েছিলো। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তারা।
শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২১ আগস্ট নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিফলকে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পরে আলোচনা সভায় অংশ নিয়ে তিনি বলেন, একুশে আগস্টের গ্রেনেড হামলার বিচার ও তদন্ত বাধাগ্রস্ত করতে সব আয়োজনই করেছিলো খালেদা জিয়ার নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকার।
এসময়, হত্যা ও সন্ত্রাসের রাজনীতি পরিহার করে, দেশে সুস্থধারার রাজনীতি প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
এছাড়া ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করে, সেদিনের বিভিষিকাময় পরিস্থিতির স্মৃতিচারণ করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতারা।