বর্তমান সরকারের সময়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার হবে না : মান্না
- আপডেট সময় : ০৭:৪৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
- / ১৬৯৫ বার পড়া হয়েছে
বর্তমান সরকারের সময়ে বিচারবহির্ভূত হত্যাকান্ডের বিচার হবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বলেন, দেশের জনগণ রাস্তা নেমে এসেছে। তাই সরকার উচিত নিজের বিচারের চিন্তা করা। আর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, সরকার রাষ্ট্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে বিরোধী দলগুলো দমন করছে। বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন তারা।
নারায়ণগঞ্জের বন্দর থানায় পুলিশি হেফাজতে মৃত্যুর প্রতিবাদে রাজধানীতে প্রেস ক্লাবের সামনে মানব বন্ধনের আয়োজন করে নিহতের স্বজনরা।
এই সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন,ক্ষমতাশীন দলগুলো নিজেদের সার্থে সব সময় আইন শৃঙ্খলা বাহিনিকে কাজে লাগিয়ে থাকে।
মানববন্ধনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন,এই সরকারের পতন না ঘাটলে নিত্যপণ্যের দাম কখন ও নিয়ন্ত্রণে ন্তআসবে না। তাই মানুষের অধিকার ফিরিয়ে আনতে হলে বর্তমান সরকারকে বিদায় করতে হবে। ।
তিনি বলেন,দেশে গনতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে।