বর্তমান সরকার ভারতের সমর্থনে ক্ষমতায় এসেছে : গণতন্ত্র মঞ্চের নেতারা
- আপডেট সময় : ০৭:৫৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
- / ১৭৯০ বার পড়া হয়েছে
বর্তমান সরকার ভারতের সমর্থনে ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে তিন ঘন্টার অবস্থান কর্মসূচিতে মঞ্চের নেতারা বলেন, সাত-আটজন ব্যবসায়ীর হাতে পুরো বাজার জিম্মি। তারাই দাম বৃদ্ধি করেন। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ভারতের কাছে স্পষ্ট জানতে চান সরকারকে কেন সমর্থন করছে।
জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানোর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে গণতন্ত্র মঞ্চের নেতারা ।
মঞ্চ নেতারা বলেন, সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। কারণ যারা সিন্ডিকেটের সদস্য তারা সরকারের লোক।
আওয়ামী লীগ সরকার ভারতের প্রতি আনুগত্য ও দাসত্ব প্রকাশ করেছে বলে মন্তব্য করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ।
বিরোধী দল দমন করতে এই সরকার নিজেদের তৈরি সিন্ডিকেটের দায় অন্যের ওপর চাপাতে চায় বলে অভিযোগ করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
বাজার সিন্ডিকেটের সবাই আওয়ামী লীগের লোক। সিন্ডিকেটে বিএনপি জড়িত থাকলে নাম প্রকাশ করার আহবান জানান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
গরিব মানুষকে মাসে মাসে টাকা ও রেশনিং পদ্ধতি চালু করার দাবি জানান গণতন্ত্র মঞ্চের নেতারা।