বর্ষসেরা ব্যাটিং পারফরম্যান্স পুরস্কার জিতেছেন মুশফিকুর রহিম

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
ইএসপিএন ক্রিকইনফোর ওয়ানডে বর্ষসেরা ব্যাটিং পারফর ম্যান্সের পুরস্কার জিতেছেন বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম।
ঢাকায় শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে মুশফিকের করা ১২৫ রানের দুর্দান্ত ইনিংসটি তাকে নিয়ে এসেছে বছরের সেরা পারফরমেন্সের তালিকায়। মুশফিকুর রহিমের ইনিংসটি লঙ্কানদের বিরুদ্ধে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের পথ প্রশস্ত করে।দ্বিতীয় ওয়ানডেতে দ্বিতীয় ওভারেই ক্রিজে আসেন মুশফিক। মাত্র ১৫ রানে ২ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশকে পথ দেখায় মুশফিকের দুর্দান্ত ইনিংস। দ্রুত ৯টি বাউন্ডারি হাঁকিয়ে ৮ম ওয়ানডে সেঞ্চুরি করেন মুশফিক।এই তালিকায় থাকা অন্যরা ছিলেন টম ল্যাথাম, বেন স্টোকস, স্যাম কারেন, বাবর আজম, ফখর জামান, অ্যান্ডি বালবার্নি, জেমস ভিন্স, দীপক চাহার এবং ইয়ানেমান মালান।