বলাৎকারের অভিযোগে গ্রেফতার ফেনী মডেল থানার ওসির গাড়ীচালক
- আপডেট সময় : ০৭:৪৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
- / ১৫২৬ বার পড়া হয়েছে
ফেনীতে অবৈধ মালামাল বহন করার অজুহাতে দেখিয়ে এক কিশোরকে একাধিকবার বলৎকারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ফেনী মডেল থানার ওসির গাড়ীচালক ইউনুসকে।
বৃহস্পতিবার অভিযুক্ত পুলিশ সদস্যকে গ্রেফতারের পর রাতেই বরখাস্ত করা হয়। ভুক্তভোগীর মা অভিযোগ করেন, তার ছেলে রাতে দোকান বন্ধ করে বাড়ী যাওয়ার পথে মহিপাল ফ্লাইওভারের নীচে গতিরোধ করে ঐ কিশোরের কাছে অবৈধ মালামাল থাকার মিথ্যা অজুহাতে তাকে আটক করে। পরে স্থানীয় একটি হোটেলে নিয়ে ভয়ভীতি দেখিয়ে বলৎকার করে। পরে নির্জন স্থানে নিয়ে থানার গাড়ীতেই আরেক দফা বলৎকার করে। সর্বশেষ ৫ মার্চ অভিযুক্ত ইউনুস মোবাইল দেয়ার লোভ দেখিয়ে গ্রামের বাড়ী নোয়াখালীর সোনাইমুড়ী নিয়ে যায়। সেখানেও একটি কক্ষে তাকে একাধিকবার বলৎকার করা হয়। পরে কিশোরটি মোবাইল সেট বিক্রি করে দিলে ক্ষিপ্ত হয়ে ওই পুলিশ মোবাইল চুরির অভিযোগ করে থানায়। মোবাইল সেট উদ্ধারের পর ছেলেটির মা ঘটনার বিস্তারিত জানতে পারেন এবং এ বিষয়ে বৃহস্পতিবার সকালে থানায় একটি ধর্ষণের মামলা করেন।