বলিভিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট বিরোধীদলীয় সিনেটর জেনিন আনেজ
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৫০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
বলিভিয়ায় চরম রাজনৈতিক সঙ্কটের মধ্যে নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন দেশটির বিরোধীদলীয় সিনেটর জেনিন আনেজ।
আইনগতভাবে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হতে সিনেটের অনুমোদন প্রয়োজন। কিন্তু মঙ্গলবার সাবেক প্রেসিডেন্ট মোরালেসের দলের আইনপ্রণেতারা সিনেট বয়কট করলে সাময়িকভাবে হাউজের নিয়ন্ত্রণ নিয়ে নিজেকে বলিভিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন জেনিন আনেজ। তিনি দাবি করেন, সংবিধান অনুযায়ী তিনিই পরবর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার কাতারে ছিলেন। তিনি খুব দ্রুত নতুন নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন। এদিকে, আনেজের এমন পদক্ষেপের সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস। তীব্র বিক্ষোভ ও সেনা বাহিনীর চাপের মুখে পদত্যাগ করে এখন রাজনৈতিক আশ্রয়ে মেক্সিকোয় রয়েছেন ইভো মোরালেস।