বসন্তপুর ব্রিজের নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে মাত্র ৩০ ভাগ

- আপডেট সময় : ১০:৫৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
দিনাজপুরের বসন্তপুর ব্রিজের নির্মাণ কাজ চলতি বছরের জুলাইয়ে শেষ হওয়ার কথা থাকলেও কাজের অগ্রগতি হয়েছে মাত্র ৩০ ভাগ। এতে হতাশা ও ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। কর্তৃপক্ষ বলছে, জনগণ না বুঝেই ক্ষোভ প্রকাশ করছে।
জেলা শহরের সঙ্গে সরাসরি যোগাযোগের ক্ষেত্রে বিরল উপজেলার ৬ ইউনিয়নের দেড় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে রয়েছে দীর্ঘদিন। ২০১৮ সালের ২০ অক্টোবর নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বহুল প্রতীক্ষিত বসন্তপুর ব্রিজটির নির্মাণ কাজ উদ্বোধন করেন।যা এবছরের ২০ জুলাইয়ের মধ্যে কার্যাদেশ হস্তান্তরের কথা থাকলেও সম্পন্ন হয়েছে মাত্র ৩০ শতাংশ।
এখানকার এই ৬ ইউনিয়নের সঙ্গে রয়েছে ভারতের সীমানা। আর একটি স্থল বন্দর থাকায় ব্যবসা বাণিজ্যের কারণে স্থানীয়দের কাছে ব্রিজটির গুরুত্ব অনেক। ঠিকাদারী প্রতিষ্ঠান তমা কন্সট্রাকশনের এই প্রকৌশলীর দাবি কাজ সম্পন্ন হয়েছে ৪০ শতাংশ। ২০২১ সালের আগেই ব্রিজটির নির্মাণ কাজ সম্পন্ন হবে বলেও জানান তিনি। এদিকে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে, নির্মাণ কাজ শেষ হতে নির্ধারিত সময়ের চেয়ে কিছু সময় বেশি লাগতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে ব্রীজটির নির্মাণ কাজ সম্পন্ন হলে নিরসন হবে দীর্ঘদিনের ভোগান্তি, এমনই বলছেন স্থানীয়রা।