বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার গাড়িবহরে হামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
নোয়াখালী বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার গাড়িবহরে হামলা হয়েছে। সকালে গাড়ি বহরে হামলার প্রতিক্রিয়া ব্যক্ত করতে তাৎক্ষণিক ফেইসবুক লাইভে এসে কাদের মির্জা বলেন, স্থানীয় মন্ত্রী অপশক্তির কাছে মাথা নত করে থাকায়, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেই চলেছে।
এ ঘটনায় বসুরহাট ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সেলিম আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শপথ নেয়ার জন্য চট্টগ্রাম যাওয়ার পথে বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় দাগনভুঞা জিরো পয়েন্টে দুর্বৃত্তরা তার গাড়িবহরে হামলা করে। কাদের মির্জা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। এদিকে, গাড়ি বহরে হামলার ঘটনার প্রতিবাদে নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বসুর হাট পৌর এলাকায় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা বিক্ষুভ মিছিল করছে।