বস্তুটি বোমা নয়, গ্রায়ান্ডিং মেশিন
- আপডেট সময় : ০৭:৩৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
সিলেটের বোমা সদৃশ্য বস্তুটি বোমা নয়, এটি একটি গ্রায়ান্ডিং মেশিন। দীর্ঘ ২২ ঘন্টা পর অভিযান শেষে এই তথ্য দিয়েছেন সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের বোম ডিস্পোজাল ইউনিটের প্রধান লে. কর্নেল রাহাত। আতংক সৃষ্টির জন্য এই বস্তুটি পুলিশ সার্জনের মোটর সাইকেলে রাখা হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
বুধবার সন্ধ্যায় চৌহাট্টা এলাকার সিংহবাড়ির পাশে দাঁড় করিয়ে রাখা পুলিশ সার্জেন্টের একটি মোটর সাইকেলে সন্দেহজনক ডিভাইস লাগানো দেখে সার্জেন্ট চয়ন নাইডু পুলিশকে খবর দেন। তাৎক্ষনিকভাবে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে এই ডিভাইস দেখে তাদেরও সন্দেহ হয়। পরে মহানগর পুলিশের উধর্তন কর্মকর্তারা এসে জায়গাটিকে ফিতা টেনে ঘিরে রাখেন। দুপুরে সেনাবাহিনীর বোম ডিস্পোজাল ইউনিট এসে পরীক্ষা নিরীক্ষা শেষে বস্তুটি উদ্ধার করে এবং জানায় এটি কোন বোমা নয়। তবে কে এভাবে এই মেশিনটি রেখেছে তার ব্যাপারে তদন্ত চালাচ্ছে পুলিশ। প্রায় ২২ ঘন্টার পর ঐ এলাকার যান চলাচল স্বাভাবিক হয়।