বহিঃশত্রুর মোকাবিলায় আধুনিক সেনাবাহিনী গড়ে তুলছে সরকার : প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০২:২৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
আঘাত এলে বহিঃশত্রুর মোকাবিলায় উপযুক্ত জবাব দিতে আধুনিক সেনাবাহিনী গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৭৫ বছর পূর্তিতে চট্টগ্রাম সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘৭৫-এর ১৫ আগস্টের পর অবৈধ ক্ষমতা দখলকারীরা যুদ্ধাপরাধীদের সাথে রেখে মুক্তিযুদ্ধের বিজয় ইতিহাসকে কলঙ্কিত করেছে। বৈশ্বিক মন্দার ধাক্কা থেকে দেশের মানুষকে রক্ষায় সবাইকে চাষাবাদে মনোযোগী হবারও আহ্বান জানান শেখ হাসিনা।
১৯৪৮ সাল থেকে গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে ধারণ করে দেশের সুরক্ষায় নিরলস ভাবে কাজ করছে সেনাবাহিনীর সবচেয়ে বড় পদাতিক ডিভিশন ইস্টবেঙ্গল রেজিমেন্ট।
গৌরবদীপ্ত ৭৫ বছরপূর্তি উপলক্ষে চট্টগ্রাম সেনানিবাহসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশেষায়িত জিপে প্যারেড পরিদর্শন করে প্রধানমন্ত্রী।
ধন্যবাদ জানিয়ে সরকার প্রধানকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সালাম জানান প্যারেড কমান্ডার ।
বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন প্রধানমন্ত্রী। আবেগভরা কণ্ঠে জানান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে তার আত্মিক সম্পর্কের কথা।
বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর একাত্তরে বিজয়ের ইতিহাস কলঙ্কিত করা হয় বলেও জানান বঙ্গবন্ধু কন্যা।
দেশের দুর্যোগ ও সংকটে জনগনের পাশে দাঁড়ানোয় সেনা সদস্যদের ধন্যবাদ জানিয়ে আধুনিক সেনাবাহিনী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সরকার প্রধান।
দেশের অর্থনীতি স্থিতিশীল আছে জানিয়ে বৈশ্বিক খাদ্য ঘাটতি মোকিবালায় সবাইকে চাষাবাদে মনযোগী হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।