বহিষ্কৃত ছাত্রের হামলায় আহত প্রধান শিক্ষক
- আপডেট সময় : ০৫:৩১:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
- / ১৭৪০ বার পড়া হয়েছে
মানিকগঞ্জ সদরে বালিরটেক খাবাশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বহিষ্কৃত এক শিক্ষার্থীর বিরুদ্ধে৷ ওই শিক্ষার্থীকে নানা ধরনের অভিযোগের কারণে ২০২২ সালে বহিষ্কার করেছিল স্কুল কর্তৃপক্ষ৷
রোববার দুপুরে বালিরটেক এলাকায় এই ঘটনা ঘটে বলে সদর থানা ওসি আব্দুর রউফ সরকার ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান৷
আহত মিজানুর রহমান বালিরটেক খাবাশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক৷ তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে৷
রাজু আহমেদ খাবাশপুর কলেজের অফিস সহকারী শহিদুল ইসলামের ছেলে৷ ২০২২ সালে তাকে বালিরটেক খাবাশপুর উচ্চ বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়৷
ওসি আব্দুর রউফ বলেন, রোববার দুপুরে মিজানুর রহমান স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বালিরটেক বাজারে আসেন৷ এ সময় রাজু আহমেদ ও তার সহযোগীরা মিজানুর রহমানকে পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দিয়ে পালিয়ে যায়৷
‘‘এরপর স্থানীয়রা মিজানুর রহমানকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে৷”
এ ঘটনায় প্রধান শিক্ষক মিজানুর রহমানের পরিবারের লোকজন থানায় অভিযোগ করেছেন৷ পুলিশ রাজুকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা৷
এ বিষয়ে জানতে মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) কাজী এ কে এম রাসেল বলেন, দুপুরে মিজানুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে৷
খাবাশপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আফতাব উদ্দিন বলেন, ‘‘২০২২ সালে নবম শ্রেণিতে পড়ার সময় রাজু আহমেদর বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়৷”
ডয়চে ভেলে