বহিস্কৃত যুবলীগ নেতা সম্রাটের জামিন হাইকোর্টে বাতিল
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
মেডিক্যাল রিপোর্ট ছাড়াই স্বাস্থ্যগত কারণে দেখিয়ে যুবলীগের বহিস্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে দেয়া জামিন বাতিল করেছে হাইকোর্ট।
একইসঙ্গে সম্রাটকে ৭ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশও দেয় উচ্চ আদালত। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এ আদেশ দেন। বিচারিক আদালতের বিচারককে সতর্ক করে দেয় হাইকোর্ট। পর্যবেক্ষনে হাইকোর্ট জানায়, স্বাস্থ্যগত কারণে জামিন দিতে আপিল বিভাগের নির্দেশনা যথাযথ অনুসরণ হয়নি। ভবিষ্যতে এ বিষয়ে সজাগ থাকার নির্দেশও দেয় উচ্চ আদালত। বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাসহ তিন শর্তে ৯ জুন পর্যন্ত সম্রাটকে বিচারিক আদালত জামিন দেয়। তবে, চিকিৎসা সংক্রান্ত কারনে সম্রাট এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন।