বহুমুখি উৎপাদনের মাধ্যমে মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়া হবে: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১১:৪৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০
- / ১৫২১ বার পড়া হয়েছে
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশের প্রতিটি ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, প্রতিহিংসার বশে দেশের কোন অঞ্চলকে উন্নয়নবঞ্চিত করে রাখেনি তার সরকার। বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হতেও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বিদ্যুৎ, অবকাঠামোসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প এগিয়ে চলছে আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেয়ার পর । এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২টি বিদ্যুত কেন্দ্র, ১১ টি গ্রিড উপকেন্দ্র ও ৬ টি সঞ্চালন লাইন এবং ৩১ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৫ ই আগস্ট জাতি হারিয়েছিল ভবিষ্যতের সব আশা-আকাঙ্ক্ষা। এসময় তিনি অভিযোগ করেন, ৭৫ পরবর্তী সরকারগুলো দেশের উন্নয়ন না করে নিজেদের আখের গুছানোর কাজ করেছে। সরকার সারাদেশেই সুষম উন্নয়ন নীতি নিয়ে কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী।
সরকার প্রধান আরো বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার অঙ্গীকার ৯৭ ভাগ পূরণ হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ২৪ হাজার মেগাওয়াটে পৌছাবে।
বিএনপি সরকারের সময়ে গোপালগঞ্জে বরাদ্দ দিয়ে তা বাতিলের অভিযোগ এনে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার যখন উন্নয়ন করে তখন কোন অঞ্চলকেই বাদ দিয়ে কাজ করে না।বিদ্যুত খাতে এখনও ভর্তুকি দিতে হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী অনুরোধ করেন, বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হতে।পরে বিভিন্ন জেলার সুবিধাভোগীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন সরকার প্রধান।