বহুল আলোচিত রোহিঙ্গা ট্র্যাজেডির ৩ বছর আজ
- আপডেট সময় : ১২:৪৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
বহুল আলোচিত রোহিঙ্গা ট্র্যাজেডির ৩ বছর আজ। ২০১৭ সালের এইদিনে মিয়ানমারের সেনাবাহিনীর বর্বরতায় প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় ৮ লাখ রোহিঙ্গা।
যদিও এর আগে থেকে ৫ লাখের বেশি রোহিঙ্গার বসবাস ছিলো কক্সবাজারে। নতুন পুরোনো মিলিয়ে এখন প্রায় ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা বাস করছে উখিয়া-টেকনাফের ৩৪টি ক্যাম্পে। ফলে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির এখন উখিয়ার কুতুপালং ক্যাম্প। শুধু উখিয়া নয়, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী উখিয়া-টেকনাফের বনাঞ্চল এবং পাহাড়ি এলাকায় এসব রোহিঙ্গাকে আশ্রয় দেয়া হয়েছে। জাতিসংঘভুক্ত এবং দেশি-বিদেশি অন্তত ১৩০টি সংস্থার সহযোগিতায় বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের মৌলিক চাহিদাগুলোর যোগান দিচ্ছে। কিন্তু রোহিঙ্গা সমস্যা দীর্ঘস্থায়ী হওয়ায় উখিয়া-টেকনাফের স্থানীয় বাসিন্দারা চরম অস্বস্তিতে রয়েছেন। এ জন্য দীর্ঘদিন ঝুলে থাকা প্রত্যবাসন প্রক্রিয়ার উপর গুরুত্ব দিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন স্থানীয়রা।