বহুল প্রতিক্ষীত ফুটবল বিশ্বকাপের ট্রফি এখন ঢাকায়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১১:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
বহুল প্রতিক্ষীত ফুটবল বিশ্বকাপের ট্রফি সকাল সোয়া ১১টায় দিকে ঢাকায় পৌঁছেছে। থাকবে ৩৬ ঘন্টা।
রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনসহ নির্বাহী কমিটির সদস্য ও কোকাকোলার কর্মকর্তারা ট্রফিটি গ্রহণ করেন। বিমানবন্দর থেকে হোটেল রেডিসন ব্লুতে নেয়ার কথা ট্রফিটি। পরে বিকেলে নেয়া হবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে। কাল রেডিসন ব্লুতে সাধারণের জন্য প্রদর্শন করা ওয়ার্ল্ড কাপ ট্রফি। বিশেষ ব্যক্তিদের জন্য থাকবে ছবি তোলার ব্যবস্থা। বিকেলে ট্রফি যাবে আর্মি স্টেডিয়ামে। সেখানে ট্রফি সামনে রেখেই হবে কোক স্টুডিওর কনসার্ট। এর আগে প্রথমবার ২০১৩ সালে বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে আনা হয়।