বাঁশ-কাঠ, কলাগাছ ও রঙিন কাগজ দিয়ে শিশু-কিশোররা তৈরী করেছে শহীদ মিনার
- আপডেট সময় : ০৯:০১:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
মহান একুশের চেতনা ও ভাষা শহীদদের অবদান শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে কুড়িগ্রামের পাড়া-মহল্লায় শিশু-কিশোররা বাঁশ-কাঠ, কলাগাছ ও রঙিন কাগজ দিয়ে তৈরী করছেন শহীদ মিনার। তাদের এ কাজে উজ্জিবিত করছে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রাম।
৫২’র ভাষা আন্দোলন বাঙালী জাতীয় জীবনের এক অসীম প্রাপ্তির দিন। ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাঙালী জাতি পেয়েছি মাতৃভাষার অধিকার। একুশের চেতনা শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছে কুড়িগ্রামের স্থানীয় একটি সাংস্কৃতিক সংগঠন। আয়োজন করেছে শহীদ মিনার নির্মাণের প্রতিযোগিতামুলক আয়োজন।
আয়োজনে সাড়া মিলেছে ভালোই। জেলা সদরের বিভিন্ন পাড়া মহল্লায় এ পর্যন্ত নির্মিত হয়েছে শতাধিক শহীদ মিনার। উপকরণ রাখা হয়েছে বাঁশ-কাঠ, কলাগাছ ও রঙিন কাগজ। শুরু ছেলেমেয়েরা নয় সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে এসেছনে অভিভাবকরাও।
করোনার কারণে এবার একুশের প্রভাত ফেরিতে রয়েছে নিষেধাজ্ঞা। আর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় একুশের অনুষ্ঠানে যোগ দিতে পারছে না অনেক শিক্ষার্থী। এমন পরিস্থিতিতে এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাংস্কৃতিক সংগঠক ও কবি সাহিত্যিকরা।
শিশু-কিশোরদের একুশের মূল চেতনায় উজ্জীবিত করতে এ আয়োজন, জানালেন সংগঠনের কর্তাব্যক্তি।
এধরনের উদ্যোগ সারা দেশে ছড়িয়ে পড়ুক এমন প্রত্যাশা সাংস্কৃতিক কর্মী তথা সকল স্তরের মানুষের।