বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষায় পরিণত করতে সরকার কাজ করছে : তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৫১:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
বাংলা ভাষার আন্তর্জাতিক ব্যবহার বাড়াতে জাতিসংঘের দাপ্তরিক ভাষায় পরিণত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। অসাম্প্রদায়িক রাষ্ট্র তৈরীতে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, আজও তারা তৎপর বলেন জানান তিনি। আর, একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিএনপি গণতন্ত্র, ভোটাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার আন্দোলনকে আরো গতিশীল করবে বলে জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। এদিকে, উচ্চ আদালতের সব রায় বাংলায় দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি মাহমুদ হোসেন। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদের শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা।
ভাষা আন্দোলনে উর্দু নয় রাষ্ট্র ভাষা বাংলার দাবিতে যারা জীবন দিয়েছেন তাদের স্মরণে, ৬৯ বছরে শহীদ বেদিতে বাঙ্গালী জাতির শ্রদ্ধা নিবেদন।
রাত ১২:০১ মিনিট থেকে দুপুর পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধা জানাতে আসেন সামাজিক,রাজনৈতিকসহ নানা শ্রেণী পেশার অসংখ্য মানুষ।
সকালে ঘড়ির কাটায় কাটায় ৯টায় ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানাতে শহীদ বেদিতে যান প্রধান বিচারপতি মাহমুদ হোসেন। উচ্চ আদালতের সব রায় অচিরে বাংলায় প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে যান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। অসাম্প্রদায়িক চেতনার বিপক্ষের শক্তির সমালোচনা করেন তিনি।
সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে যান বিএনপির শীর্ষ স্থানীয় নেতাকর্মীরা। এসময় বিএনপি নেতারা অভিযোগ করেন, জনগণের বাক স্বাধীনতা হরণ করে গণতন্ত্রকে ধ্বংস করছে সরকার।
দেশের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা।