বাংলাদেশকে আরও ২৫ মিলিয়ন ডলার সহযোগিতার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ০২:২২:০৯ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার মাধ্যমে বাংলাদেশকে আরও ২৫ মিলিয়ন ডলার সহযোগিতার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কোভিড-১৯ সহায়তা হিসেবে চিকিৎসা ও অক্সিজেন সরবরাহ এবং টিকা নিরাপদে সংরক্ষণ, পরিবহন ও ব্যবস্থাপনার লক্ষ্যে কোল্ড চেইন সরঞ্জামের জন্য জরুরি এ সহায়তা দিচ্ছে দেশটি।
বুধবার দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই অনুদান চলমান গণটিকা কার্যক্রম দেশব্যাপী মানুষের কাছে পৌঁছাতে সহায়তা করবে, যার ফলে আগামী বছরগুলোতে বাংলাদেশে স্বাস্থ্যসেবার মান উন্নত হবে বলে জানায় দেশটি। যুক্তরাষ্ট্র সরকার মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশকে ১২১ মিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে। একইসঙ্গে ১১.৫ মিলিয়ন ডোজ ফাইজার ও মডার্না কোভিড-১৯ টিকা অনুদান দিয়েছে। এর আগে জুনের প্রথম সপ্তাহে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার একটি চালান বাংলাদেশে পৌঁছে।