বাংলাদেশর সাথে সমুদ্রপথে পণ্য পরিবহন ব্যবস্থা শক্তিশালী করতে চায় কলম্বো
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে সমুদ্রপথে পণ্য পরিবহন ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে চায় কলম্বো। সকালে ঢাকায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠকে একথা জানান শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী গামিনী লক্ষ্মণ পেইরিস।
বৈঠকশেষে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানান, সামুদ্রিক সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা, নীল অর্থনীতি, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে ইতিবাচক অলোচনা হয়েছে। তিনি জানান, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়নের প্রশংসা করেছেন। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, পরিবহন সংযোগ, কৃষি, মৎস্য, শিক্ষা এবং জনগণের মধ্যে যোগাযোগের মতো খাতে আরও সহযোগিতার ওপর জোর দিয়েছে শ্রীলঙ্কা। পেইরিস তিন দিনের সফরে ঢাকা এসেছেন। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তার।