বাংলাদেশের অভাবনীয় সাফল্যে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা জাতিসংঘ মহাসচিবের
- আপডেট সময় : ০২:০৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বাংলাদেশের ‘অভাবনীয়’ সাফল্যের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আর এই সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেরও ভূয়সী প্রশংসা করেন তিনি। এর আগে খাদ্য ব্যবস্থাপনা সংক্রান্ত শীর্ষ বৈঠকে, বিশ্বের সবার জন্য পর্যাপ্ত নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ৫ দফা প্রস্তাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উচ্চ পর্যায়ের আরেক বৈঠকে অতি জরুরি ভিত্তিতে রোহিঙ্গা প্রত্যাবাসন জোরদারের দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বাংলাদেশের ‘উন্নয়ন ও মানবিকতার ভূয়সী প্রশংসা করেন জাতিসংঘ মহাসচিব। এ সময় প্রধানমন্ত্রী তাকে বলেন, এই সাফল্য অর্জনের জন্য বাংলাদেশকে অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে।
পরে হোটেল লোটে নিউ ইয়র্ক প্যলেসে এক সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের প্রশংসা করেন। একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ এবং ভিয়েতনামের প্রেসিডেন্ট নিউয়েন হুয়ান ফুকের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন। এসময় তিনি বাংলাদেশে বাণিজ্যবান্ধব পরিবেশের কথা উল্লেখ করে পারস্পারিক বিনিয়োগের আহ্বান জানান।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আন্তর্জাতিক অংশীদারদের উচ্চ পর্যায়ের এক আলোচনায় তিনি বলেন, রোহিঙ্গা সংকট আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অতএব, এ ব্যাপারে জরুরি প্রস্তাব গ্রহণ করা প্রয়োজন ।
এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইন ইভেন্ট- খাদ্য ব্যবস্থাপনা সংক্রান্ত শীর্ষ বৈঠকে ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী আরো বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণার পাশাপাশি বিনিয়োগ করতে হবে। জাতিসংঘ মহাসচিবের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধান।
খাদ্যকে প্রাথমিক অধিকার উল্লেখ করে সবার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।