বাংলাদেশের অর্থনীতিতে বৈষ্যমের সংস্কৃতি চলছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের অর্থনীতিতে বৈষ্যমের সংস্কৃতি চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. আবুল বারকাত।
সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে সংগঠনটির দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। ভুমি বন্টনের সুনির্দিষ্ট ও কার্যকর নীতিমালা না থাকার কারণে দরিদ্র মানুষদের উন্নয়নের মুল স্রোতধারায় আনা সম্ভব হচ্ছে না জানিয়ে আবুল বারাকাত বলেন, ঋণ খেলাপীদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক ব্যবস্থা নেয়ার নজির তৈরী না হওয়ায় অর্থনীতির ওপর চাপ বাড়ছে। যার খেসারত দিতে হচ্ছে প্রকৃত ব্যবসায়ীদের। এর থেকে উত্তোরণে সরকারকে উদ্যোগী হতে হবে। অনুষ্ঠানে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি অধ্যাপক রেহমান সোবহান ও ড. জামাল উদ্দিন আহমেদ ও পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান উপস্থিত ছিলেন।